ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)। মৃত্যু হয়েছে প্রায় ২০ জনের। মৃতের সংখ্যা বাড়তে পারে।
বৃহস্পতিবার ভোররাতে ভূমিকম্প হয় পাকিস্তানে। যার জেরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে আরও অসংখ্য মানুষ। এদের মধ্যে অনেকেই মৃত বলে মনে করা হচ্ছে।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। জানা গিয়েছে, দক্ষিণ পাকিস্তানের বালুচিস্তানে এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে।
Mark Zuckerberg: সার্ভার বিভ্রাট ও নীতি নিয়ে খোঁচায় ৬০০ কোটি ডলারের ক্ষতি ফেসবুকের
ভয়াবহ ভূমিকম্পে ভেঙে পড়ে একাধিক বাড়িঘরের ছাদ, দেওয়াল। সেই সময়েই মৃত্যু হয় বহু স্থানীয় বাসিন্দার। এঁদের মধ্যে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী ছিলেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর টর্চ হাতেই তাঁরা চিকিৎসা করছিলেন। ২০ জন মৃতের মধ্যে রয়েছে এক মহিলা ও ৬ শিশু।