দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। তার আগে দুই প্রধানের রঙে সেজে উঠছে ফুটবলের মক্কা কলকাতা (Kolkata)। শহরের বিভিন্ন মোড়ে দেখা মিলছে লাল-হলুদ এবং সবুজ মেরুন তারকাদের কাট-আউট। পাড়ায় পাড়ায় প্রস্তুতি শুরু করেছে ফ্যান ক্লাবগুলিও।
আগামী ১৯ নভেম্বর থেকে বল গড়াবে ইন্ডিয়ান সুপার লিগের। প্রথম ম্যাচেই মাঠে নামবে গতবারের রানার্স এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সবুজ মেরুনের লড়াই কেরালা ব্লাস্টার্সের সঙ্গে।
শহরের আর এক প্রধান লাল হলুদ মাঠে নামবে ২১ নভেম্বর। ইস্টবেঙ্গলের (SC East Bengal) প্রথম ম্যাচ জামশেদপুরের বিরুদ্ধে।
২৭ নভেম্বর বাঙালির দু'ভাগ হয়ে যাওয়ার লড়াই। ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ। কলকাতা ডার্বি। দুই প্রধানের মেগা লড়াইয়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তার আগে ক্রমশ শহরের দখল নিচ্ছে ফুটবল আবেগ।