আইএসএলের (ISL) ষষ্ঠ ম্যাচেও জয় অধরা থাকল এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal)। রবিবার কেরল ব্লাস্টার্সের (Keral Blusters) সঙ্গে এগিয়ে গিয়েও জিততে পারল না লাল হলুদ ব্রিগেড। খেলা শেষ হল ১-১ গোলে।
প্রথমার্ধের ৩৭ মিনিটে রাজু গায়কোয়াড়ের থ্রো থেকে দুরন্ত হেডে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন টমিস্লাভ মার্সেলা (Marcela)। কিন্তু ৪৪ মিনিটে ডিফেন্সের ভুলে গোল হজম করে ইস্টবেঙ্গল। ভাজকেজের শট মার্সেলার মাথায় লেগে দিক পরিবর্তন করে গোলে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধে একাধিকবার গোলের সুযোগ পেয়েছিল দু'দলই৷ কিন্তু গোল হয়নি।
৬টি ম্যাচ খেলে তিনটিতে ড্র করে এসসি ইস্টবেঙ্গল। হারতে হয়েছে কলকাতা ডার্বি সহ তিনটি ম্যাচে। আপাতত ইস্টবেঙ্গলের পয়েন্ট ৩। ক্রমশ কঠিন হচ্ছে শেষ চারে যাওয়ার আশা।