আইএসএলে এখনও জয়ের মুখ দেখতে পায়নি ইস্টবেঙ্গল (East Bengal)। শুক্রবার লাল-হলুদের সামনে এবার নর্থ ইস্ট ইউনাইটেড (North East United)। শুক্রবার সেই হারের খরা কাটিয়ে প্রথম জয়ের অপেক্ষায় ইস্টবেঙ্গল।
একটি ম্যাচেও না জিতে পয়েন্ট টেবিলে ১১ নম্বরে আছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়াতে চাইছে লাল-হলুদ। আইএসএল (ISL) পয়েন্ট টেবিলে খুব একটা ভালো জায়গায় নেই নর্থ ইস্টও। ছটি ম্যাচের মধ্যে একটিতে জিতে ১০ নম্বরে আছে টিম।
আরও পড়ুন: টানা চার ম্যাচ জয়হীন সবুজ-মেরুন, বেঙ্গালুরুর বিরুদ্ধেও ম্যাচ ড্র এটিকে মোহন বাগানের
টিমকে মানসিকভাবে চাঙ্গা রাখাই প্রধান উদ্দেশ্য কোচ ম্যানুয়াল দিয়াসের। শুক্রবার টিমে ফিরতে পারেন গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। রক্ষণে ফিরতে পারেন আদিল খানও। লাল-হলুদ কোচ ম্যানুয়াল দিয়াস বলেন, "আমরা নিজেদের উন্নত করার চেষ্টা করছি। টিমের প্রত্যেকের মানসিকতা যথেষ্ট ভালো। বিপক্ষ টিমের প্রতি শ্রদ্ধাও আছে। সুযোগ এলেও কাজে লাগাতে পারিনি। তাই জয় আসেনি। আগেই জিততে পারতাম আমরা।"