দ্বিতীয় দফার নির্বাচনের আগে একাধিক কড়া সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বালিগঞ্জের রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়া হল। অপসারিত রিটার্নিং অফিসারের নাম অরিন্দম মানি। একইসঙ্গে ভোটের ঠিক আগে সরানো হল মহিষাদলের সিআই-কে। বিচিত্রবিকাশ রায়ের জায়গায় নতুন সিআই করা হল শীর্ষেন্দু দাসকে। হলদিয়ার এসডিপিও বরুণ বৈদ্যকেও সরিয়ে দিয়েছে কমিশন। তাঁর জায়গায় নতুন এসডিপিও করা হল উত্তম মিত্রকে। কমিশন সূত্রের খবর, ভোটের কাজে পক্ষপাতের অভিযোগে অপসারিত এই আধিকারিকরা। ভোটের কোনও কাজে থাকতে পারবেন না তাঁরা।