পানামা পেপার্স কেলেঙ্কারি (Panama Papers) কাণ্ডে ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rsi Bachchan) বয়ান রেকর্ড করল ইডি। কর ফাঁকি দিয়ে বিদেশে টাকা গচ্ছিত রাখবার অভিযোগে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট,১৯৯৯-এর আওতায় তাঁর বয়ান নথিভুক্ত করা হল সোমবার। এর আগে নিজের বিদেশি সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় সংস্থার কাছে জমা দিয়েছেন অ্যাশ। সোমবার প্রায় ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ঐশ্বর্যকে।
সংবাদমাধ্যম এবং উৎসাহীদের নজর এড়িয়ে দিল্লির লোকনায়ক ভবনে ইডি (ED) দফতরে প্রবেশ করেন প্রাক্তন বিশ্বসুন্দরী। ৫ ঘন্টা ধরে ম্যারাথন জেরার মুখোমুখি হওয়ার পর সেখান থেকে বেরোতে গিয়ে কার্যত নাস্তানাবুদ হন ঐশ্বর্য। দেহরক্ষীদের বিরাট বাহিনীও পরিস্থিতি সামলাতে হিমসিম খেয়ে যায়। পানামা পেপার্স নিয়ে বহু প্রশ্ন করা হয় তাঁকে, যদিও মুখ খোলেননি বচ্চন বধূ।
RTPCR Test: ওমিক্রন আতঙ্কে দেশের ৬ আন্তর্জাতিক বিমানবন্দরে বাধ্যতামূলক করা হল RTPCR টেস্ট
এদিন কালো পোশাকে ইডি দফতরে এসেছিলেন ঐশ্বর্য, মুখে মাস্ক, চোখে কালো রঙের সানগ্লাস! গভীর রাতেও চোখে রোদচমশা লাগিয়েই ধস্তাধস্তির মধ্যে গাড়িতে ওঠেন তিনি।