এক ভিলেইন রিটার্ন্স, ২০১৪ এর এক ভিলেইন এর সিকোয়েল। সেই ছবি মুক্তির দিন জানিয়ে দিলেন জন আব্রাহাম। ২০২২ এর ৮ জুলাই, ঈদে মুক্তি পাবে ছবিটি।
অনুরাগীদের সঙ্গে সেই খবরটা ভাগ করে নিয়েছেন জন। সোশ্যাল মিডিয়ায় জন লিখেছেন, "এবার ঈদের উপহার হিসেবে একজন ভিলেইন পাবেন, তারিখটা মনে রাখবন"। জন ছাড়াও এক ভিলেইন রিটার্ন্সে-র নানা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি, অর্জুন কাপুর, তারা সুতারিয়া।