করোনা পরিস্থিতির মধ্যে ভোট প্রচার নিয়ে কড়া নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর তারপরই সর্বদলীয় বৈঠক ডাকল নির্বাচন কমিশন। ১৬ এপ্রিল নির্বাচন কমিশনের অফিসে এই বৈঠক ডাকা হয়েছে। রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলকে উপস্থিত থাকতে বলা হয়েছে বৈঠকে। তবে দলগুলিকে একজন করে প্রতিনিধি পাঠাতে অনুরোধ করেছে কমিশন। করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে কীভাবে প্রচার চালানো যায় তা নিয়েই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। বৈঠকে থাকবেন এডিজি (আইনশৃঙ্খলা) জগ মোহন ও রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।
রাজনৈতিক জনসভা ও মিছিলে করোনাবিধি মানা হচ্ছে না। যে কারণেই রাজ্যে সংক্রমণের হার ঊধ্বর্মুখী। এমনই যুক্তিতে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এরপরই করোনা পরিস্থিতির মধ্যে ভোট প্রচার নিয়ে কড়া নির্দেশ দেয় হাইকোর্ট। বলা হয়, নির্বাচনী প্রচারে যেন করোনাবিধি মেনে চলা হয়। নয়তো কড়া ব্যবস্থা নেওয়া হবে। তারপরই তৎপর হয়ে সর্বদলীয় বৈঠক ডাকল কমিশন।