বাংলার অষ্টম তথা শেষ দফার ভোটের দিন রণক্ষেত্র বেলেঘাটা। রাজবল্লভপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র এলাকা, ঝরল রক্ত। বাঁশ-লাঠি-হকি স্টিক নিয়ে সংঘর্ষ বাঁধে ৷ বোতল ছোড়ার পাশাপাশি চলে পাথরবৃষ্টি। মাটিতে ফেলে চ্যালাকাঠ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সংঘর্ষে আহত দু’পক্ষেরই বেশ কয়েকজন। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে। বাড়ি ভাঙচুর ও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাস। এরপরই তৃণমূল কর্মীরা পাথরবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল। বেলেঘাটা কাণ্ডে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের ৷