বৃষ্টিবিঘ্নিত অ্যাসেজ (Ashes) সিরিজের প্রথম দিনে ব্রিসবেন গাব্বায় দাপট দেখালেন অজি বোলাররা। ইংল্যান্ডকে (England) ১৪৭ রানে অল আউট করে দিলেন তাঁরা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংরেজ অধিনায়ক জো রুট।
ম্যাচের প্রথম বলেই মিচেল স্টার্ক আউট করেন রোরি বার্নসকে। সেই সঙ্গে স্পর্শ করেন ৮৫ বছরের পুরনো একটি অ্যাসেজ রেকর্ড।
প্রথম ধাক্কার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। ৬ ওভারে তারা ৩ উইকেটে ১১ রান তোলে। ডেভিড মালান এবং জো রুটকে ফিরিয়ে দেন জোশ হ্যাজেলউড। অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে মাত্র ৫ রানে আউট হন বেন স্টোকস।
ওলি পোপ এবং জশ বাটলার খানিকটা প্রতিরোধ তৈরি করেন৷ ৫০ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা।
কামিন্স ৫ উইকেট নেন। অধিনায়ক হিসাবে স্বপ্নের শুরু করলেন তিনি। রিচার্ড বেনাড ১৯৬২ সালে অজি অধিনায়ক হিসাবে অ্যাসেজে ৫ উইকেট নিয়েছিলেন৷ তারপর এদিন ৫ উইকেট নিলেন কামিন্স।