বিনোদন জগতে ফের দুঃসংবাদ। প্রয়াত অভিনেতা ঋতুরাজ সিং। হৃদরোগে আক্রান্ত মাত্র ৫৯ হয়ে ২০ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা।
ছোটপর্দা থেকে বড়পর্দা, সর্বত্র অবাধ বিচরণ ছিল সদ্য প্রয়াত অভিনেতার। প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি ছিলেন কয়েকদিন, সুস্থ হয়ে বাড়িও ফেরেন, তারপরই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতার।
হিন্দি টিভি শো, ওয়েব সিরিজে একাধিক কাজ করেছেন প্রয়াত অভিনেতা। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’, ‘কুটুম্ব’, ‘নেভার কিস ইওর বেস্ট ফ্রেন্ড’। সুপারহিট শো ‘অনুপমা’-তেও দেখা গিয়েছিল তাঁকে। ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র মতো ছবিতেও কাজ করেছেন ঋতুরাজ।