শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেল তিন বড় দল চেলসি, লিভারপুল এবং ম্যান সিটি। কিন্তু লেস্টার সিটির কাছে অবাক হার ম্যানচেস্টার ইউনাইটেডের! এর ফলে লিগ টেবিলেও কিছুটা পিছিয়ে পড়ল লাল ম্যানচেস্টার।
শনিবার ওয়ার্টফোডকে গোলের মালা পরাল লিভারপুল। ৫-০ গোলে জিতলেন যুরগেন ক্লপের ছেলেরা। বার্নলেকে ২-০ গোলে হারাল ম্যানচেস্টার সিটি। চেলসি ১-০ গোলে হারাল ব্রেন্টফোর্ডকে। কিন্তু লেস্টার সিটির কাছে ৪-২ গোলে হেরে গেল ম্যান ইউনাইটেড।
T20 World Cup: বিশ্বকাপের আগে ফের 'মওকা মওকা', পারদ চড়ছে ভারত-পাকিস্তান ম্যাচের
আপাতত ৮ ম্যাচের শেষে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। ১৮ এবং ১৭ পয়েন্ট নিয়ে তাদের ধাওয়া করছে লিভারপুল এবং সিটি। ইউনাইটেডের পয়েন্ট ১৪।