একসঙ্গে ক্র্যাশ করল ফেসবুক, হোয়াটসঅ্য়াপ, ইনস্টাগ্রাম। সার্ভারের ফুল হওয়ায় সোমবার সন্ধেবেলা ক্র্যাশ করল অন্যতম তিন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম। বিশ্বের সব প্রান্তের ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হয়েছেন।
হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম এখন ফেসবুক সংস্থারই অধীনে। সার্ভার ফুল হয়ে যাওয়ায় তিনটি অ্য়াপ একসঙ্গে বন্ধ হয়ে যায়। কোটি কোটি ব্যবহারকারী মুহূর্তের মধ্যে অফলাইন হয়ে যান। আগেও সার্ভার সমস্যার জন্য ক্র্যাশ করেছিল এই অ্য়াপগুলো। চলতি বছর মার্চ মাসে গ্লোবাল আউটেজের জন্য ক্র্যাশ করেছিল হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় সমস্যার সমাধান করেছিল কর্তৃপক্ষ।