ভারত-পাকিস্তান মহাযুদ্ধকে কেন্দ্র করে কার্যত উৎসবের আবহ গোটা দেশ। বাংলাও তার ব্যতিক্রম নয়। পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে একসঙ্গে বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি। রয়েছে জাতীয় পাতাকা, প্রিয় ক্রিকেটারদের পোস্টার।
T20 World Cup: ভারত-পাক দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ, জয় চেয়ে যজ্ঞ শহরে
ভারতের প্রাক্তন অধিনায়ক তথা টিম ইন্ডিয়ার মেন্টর মহেন্দ্র সিং ধোনীর দাওয়াই- ' চল বদলাই নয়া ইতিহাস গড়ি'। সমর্থকদের মেজাজও সেই তারে বাঁধা। রবিবার টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ না হলেও অনেকে একে ফাইনাল ম্যাচ বলেই মনে করছেন। সারা বিশ্বের সাথে ভারতবাসীর চোখ রয়েছে দুবাইয়ে।
বিশ্ব ক্রিকেটের সুপার সানডে এদিন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি পাকিস্তান। প্রায় ৮৬০ দিন পর আবার এই যুদ্ধ। এর আগেও অনেকবার মুখোমুখি হয়েছে এই দুই দল। যদিও বিশ্বকাপের পরিসংখ্যানে ভারত অনেকটাই এগিয়ে পাকিস্তানের থেকে।
বিশ্বযুদ্ধে ভারত প্রথম ম্যাচেই বিপক্ষ হিসাবে পাকিস্তানকে পেয়েছে- এই নিয়ে উন্মাদনা যখন শীর্ষে, তখন বাংলা সহ শিলিগুড়ির ক্রীড়াপ্রেমীরা আশায় বুক বাঁধছেন ভারতের জয় নিয়ে। এখন শুধু সময়ের অপেক্ষা ফলাফল কি হয়।