তিন সপ্তাহেরও বেশি জেলে থাকার পর মন্নতে ফিরলেন বলিউডের বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তাঁর প্রত্যাবর্তন ঘিরে শাহরুখ অনুরাগীদের যে উচ্ছ্বাস দেখা গেল, তা কার্যত নজিরবিহীন।
আর্থার রোড জেল থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন স্টার কিড আরিয়ান। মন্নতের বাইরে তখন জড়ো হয়েছে অসংখ্য মানুষ। বাজছে ড্রাম। হাতে হাতে ঘুরছে পোস্টার। তাতে শাহরুখের পাশাপাশি আরিয়ানেরও ছবি। বস্তুত, শনিবার সকালে মন্নত চত্ত্বরের দখল নিয়ে নিয়েছিলেন শাহরুখ ভক্তরা। বাজনা বাজিয়ে, আবীর উড়িয়ে মিছিল করেন তাঁরা।
আরিয়ানের গাড়ি মন্নতের কাছাকাছি আসতে বাঁধ ভাঙে উচ্ছ্বাসের। গাড়ির সামনে,দু'পাশে, পিছনে, বনেটের চারপাশে আছড়ে পড়ে অনুরাগী এবং সংবাদমাধ্যমের ভিড়। সঙ্গে বাদশার নাম ধরে জয়ধ্বনি। ভিড় সামলাতে হিমশিম খান নিরাপত্তারক্ষীরা। অবশেষে মন্নতে ঢেকেন সপুত্র শাহরুখ।
Aryan Khan : প্রায় একমাস পর জেল থেকে ছাড়া পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান
জামিন মিলেছে। কিন্তু এখনই মাদক মামলা থেকে মুক্তি মেলেনি আরিয়ানের। ভিড়ের অবশ্য তাতে থোড়াই কেয়ার।