মঙ্গলবার আইএসএল(ISL) ২০২১-এর ম্যাচে ইস্টবেঙ্গলকে(East Bengal) ৪-৩ গোলে হারিয়ে মরসুমের প্রথম জয় পেল এফসি গোয়া(FC Goa)। ৯০ মিনিটের টান-টান উত্তেজনা শেষে খালি হাতেই ফিরতে হল ম্যানুয়েল দিয়াসের ছেলেদের। ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় গোয়া(FC Goa)। প্রায় ৩০ গজ দূর থেকে ডান পায়ের জোরালো শটে গোল করেন নগুয়েরা। যদিও ২৬ মিনিটেই সমতা ফেরায় লাল-হলুদ(East Bengal) শিবির। আবার ৩২ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে ওর্টিজ গোয়াকে এগিয়ে দেন। ৫ মিনিটের মধ্যেই আবার গোলের ব্যবধান কমান ইস্টবেঙ্গলের(East Bengal) আমির দেরভিসেভিচ। কিন্তু ম্যাচের ৪৪ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ইস্টবেঙ্গলের(SC East Bengal) পেরোসেভিচ। প্রথমার্ধের শেষেই ২-৩ গোলে পিছিয়ে যায় লাল-হলুদ ব্রিগেড।
এরপর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই ৫৯ মিনিটে গোল দিয়ে প্রায়শ্চিত্ত করেন পেরোসেভিচ। তবে শেষপর্যন্ত আবার এফ সি গোয়া(FC Goa) ঝলসে ওঠে। ফলে খেলা শেষ হয় ৪-৩ গোলে।
এবারের আইএসএলে(ISL) জয় অধরাই রইল এসসি ইস্টবেঙ্গলের(East Bengal)। টানা দুটি ম্যাচে ড্র করার পর এবার লিগ টেবিলের একেবারে নীচে থাকা এফসি গোয়ার(FC Goa) কাছে ৪-৩ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। ম্যচ শুরুর আগে যদিও পরিসংখ্যান এগিয়ে রেখেছিল ইস্টবেঙ্গলকে(East Bengal)। কিন্তু টানা তিন ম্যাচে হারের পর মরণ কামড় দিল এফসি গোয়া(FC Goa)।