এবার পুলওয়ামার ঘটনাও আসতে চলেছে পর্দায়। সোনি লিভে আট এপিসোডের সিরিজ আসছে। নাম 'পুলওয়ামা কে নাম্বার ১০২৬'।
২০১৯-এর সত্যি ঘটনা অবলম্বনে সিরিজটি তৈরি করছেন পরিচালক অনির। সাংবাদিক রাহুল পন্ডিতার বই 'The Lover Boy of Bahawalpur' অবলম্বনেই তৈরি হচ্ছে সিরিজটি।
পরিচালক অনির জানিয়েছেন তাঁর এই সিরিজটি হবে, পুলওয়ামায় নিহত জওয়ান এবং তদন্তকারী সংস্থা এনআইএ দলের প্রতি শ্রদ্ধার্ঘ্য।