ছুটির রবিবারে ভোট উৎসবে(KMC Election 2021) মাতবে শহর কলকাতা(Kolkata)। শনিবার থেকেই শুরু হয়ে গেল সেই প্রস্তুতি। বেহালা(Behala) ব্রতচারী স্কুলে তৈরী করা হয়েছে স্ট্রং রুম(Strong Room)। কলকাতা কর্পোরেশন নির্বাচনে(KMC Election 2021) বোরো ১৬-এর অন্তর্গত ১২৩, ১২৪, ১২৫, ১২৬, এবং ১৪২, ১৪৩, ১৪৪ ওয়ার্ডের ভোট গণনা হবে এই স্কুলে। শনিবার দুপুরে বেহালা(Behala) ব্রতচারী স্কুল থেকেই বোরো ১৬-এর অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে ইভিএম(EVM) বিলির কাজ শুরু হয়ে গেল।
শুধু তাই নয়, পুরভোটের(KMC Election 2021) আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরের বিভিন্ন জায়গায় চলল নাকা চেকিং। হাওড়া(Howrah) থেকে কলকাতার(Kolkata) প্রবেশপথ হাওড়া ব্রিজে(Howrah Bridge) গাড়ি থামিয়ে চলল তল্লাশি। কলকাতা পুলিশ(Kolkata Police), হাওড়া সিটি পুলিশের(Howrah City Police) যৌথ তল্লাশি অভিযান চলল শনিবার দিনভর। এর পাশাপাশি সল্টলেকেও বিধাননগর পুলিশ কমিশনারেটের(Bidhannagar Police Commissionerate) তরফে চলে নাকা চেকিং(Naka Checking)। বেলেঘাটাতেও(Beleghata) গাড়ি থামিয়ে চলে জিজ্ঞাসাবাদ, তল্লাশি।
আরও পড়ুন- KMC Election: পুরভোটে কতগুলি বুথ স্পর্শকাতর, নির্বাচন কমিশনকে জানাল পুলিশ
সবমিলিয়ে একদিকে ভোটের আগে শেষমুহূর্তের প্রস্তুতি, এবং অন্যদিকে কঠোর সতর্কতার ছবি সারা শহরজুড়ে। ফলে বলাই যায়, ভোটপরীক্ষায় নামার আগে এখন তিলোত্তমা যেন চূড়ান্ত অনুশীলনে মগ্ন।