হাওড়ার (Howrah) মোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। সোমবার রাতে হাওড়ার চামরাইলে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে ঘটনাটি ঘটেছে। কারখানায় মজুত দাহ্য পদার্থ (combustibles) থেকে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। ঘটনাস্থলে চারটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায়।
দমকল কর্মীদের অনুমান, কারখানায় মজুত ছিল দাহ্য পদার্থ। প্রথমে দমকলের চারটি ইঞ্জিন আসে। পরে আগুন বেড়ে যাওয়ার আশঙ্কায় আরও কিছু ইঞ্জিন আনা হয়। রাতের দিকেই নিয়ন্ত্রণে আসে আগুন।
আরও পড়ুন: হাওড়ার হোমে শিশু নির্যাতনের অভিযোগ, ১০ জনকে গ্রেফতার পুলিশের
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগে ফোন করা হলেও দমকল আসতে দেরি করে। তাঁদের অভিযোগ আগুন লাগার এক ঘণ্টা পরে পৌঁছয় দমকল।