দিনভর নানা যুদ্ধ। সারা রাজ্যের নজর ছিল ভবানীপুুরের উপনির্বাচনের দিকেই। ভোট শেষে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম জানালেন, সমস্ত কর্মীদের নির্দেশ দিয়েছিলাম, প্ররোচনায় পা না দিতে। এক চড় মারলে ,আরেক গাল বাড়িয়ে দিতে। পোলিংটা যেন হয় সেদিকে নজর দিতে। কল্যাণ চৌবের গাড়ি ভাঙা হয়নি বলেও এদিন দাবি করেন ফিরহাদ হাকিম।