প্রকাশ্যে এল ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফের বিয়ের কার্ড! তাই নিয়ে হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিয়ের ঠিক একদিন আগে ভিকি-ক্যাটের একটি ফ্যানপেজ থেকে তারকা জুটির বিয়ের কার্ড শেয়ার করা হয়েছে। প্যাস্টেল পিঙ্ক রঙের কার্ডের চারিদিকে ফ্লোরাল বর্ডার। আর সোনালি কালিতে জ্বলজ্বল করছে বর আর কনে হিসেবে ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের নাম। ১২০জন অতিথিকে এই কার্ড দিয়েই নিমন্ত্রণ করা হয়েছে। ব্রাউন রঙের খামে মুড়ে সাদা ফিতে দিয়ে বেঁধে বিলি করা হয়েছে এই কার্ড।
ভিক্যাটের বিয়েতে অংশ নিতে গোটা বলিউড এখন পৌঁছে গিয়েছে রাজস্থান। আলোচনার কেন্দ্রে রয়েছে ‘সিক্স সেন্সেস’ রিসর্ট (Katrina Kaif-Vicky Kaushal Wedding )৷ রাজস্থানের সোয়াই মাধোপুর জেলায় ৭০০ বছরের প্রাচীন কেল্লাকে রূপান্তরিত করা হয়েছে বিলাসবহুল রিসর্টে (Six Senses Resort)৷ রাজপরিবারের তৈরি এই প্রাসাদেই বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়বেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তার আগে ফাঁস হল বিয়ের কার্ড।