ভারতীয় ক্রিকেটে (India Cricket) কী বিরাট (Virat Kohli)-রোহিতের (Rohit Sharma) দূরত্ব বাড়ছে ? এই জল্পনার মধ্যে এবার মুখ খুললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ও প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।
এদিন দিল্লিতে (New Delhi) এক অনুষ্ঠানে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর মন্তব্য, খেলার ঊর্ধ্বে কেউ নন। নাম না করলেও অনুরাগের এই মন্তব্য থেকে স্পষ্ট, বিরাট প্রসঙ্গেই মুখ খুললেন তিনি। এবং বুঝিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের অন্দরে গত কয়েকদিন যা চলছে, তাতে তিনি বেশ বিরক্ত।
আরও পড়ুন : ওডিআই খেলতে চান, একদিনের দলেরঅধিনায়কত্ব হারানোর কথা আগে জানতেন না; আর কী বললেন বিরাট?
অনুরাগকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘খেলা সব থেকে বড়। তার ঊর্ধ্বে কেউ নন। কোন ম্যাচে কোন খেলোয়াড়দের মধ্যে কী চলছে তা আমি আপনাদের বলতে পারব না। এটা সংশ্লিষ্ট বোর্ডের কাজ। যদি তাঁরা সেই খবর জানান তা হলেই সেটা ভাল হবে।’’
দক্ষিণ আফ্রিকায় আসন্ন একদিনের সিরিজে প্রথমে শোনা গিয়েছিল খেলবেন না ভারতের টেস্ট (Indian Test Team) দলের অধিনায়ক। জোহানেসবার্গ উড়ে যাওয়ার আগে বুধবার সেই জল্পনায় জল ঢেলেছেন বিরাট। মুম্বই (Mumbai) -তে বিরাট জানান, একদিনের সিরিজ তিনি খেলবেন। এবং মেয়ের জন্মদিনের জন্য তিনি ছুটির কোনও আবেদন করেননি।