জি-২০ সামিটে অংশ নিয়ে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ রাষ্ট্রনেতাদের সঙ্গে ছবি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইতালি সফরের দ্বিতীয় দিনেও ঠাসা কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi at G20 Summit)। শনিবার পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন তিনি। সেখান থেকে জি২০ সম্মেলনে যোগ দিয়েছেন (PM Narendra Modi at G20 Summit)। আর সেখানেই বিভিন্ন দেশের শীর্ষনেতাদের সঙ্গে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi at G20 Summit)।
ভ্যাটিকানে পোপের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীকে আলোচনা করতে দেখা গিয়েছে। মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গিয়েছে বাইডেনকে। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গেও আলোচনা করতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। গত ১২ বছরের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী রোমে গেলেন।
আলাপ আলোচনার শেষে রাষ্ট্রনেতাদের সঙ্গে 'ফ্যামিলি ফটো' তোলেন প্রধানমন্ত্রী। তাতে ছিলেন বিশ্ব রাজনীতির 'হু'জ হু'রা।