Gariahat double murder update: গড়িয়াহাট জোড়া খুনের রহস্যভদ, ধরা পড়ল আরও দুই অভিযুক্ত

Updated : Oct 22, 2021 17:28
|
Editorji News Desk

কাঁকুলিয়া জোড়া খুনের ঘটনায় জড়িত সন্দেহে ধৃত মিঠু হালদারের বড় ছেলের দুই বন্ধুকে আটক করল কলকাতা পুলিশ। শুক্রবার ভোরে সুন্দরবন পুলিশ জেলার গোবর্ধনপুর উপকূল থানার বুড়োবুড়ির তট থেকে দুজনকে আটক করে পুলিশ।

ধৃতদের নাম বাপি মন্ডল এবং জাহির গাজী, দু'জনেই ডায়মন্ড হারবার থানা এলাকার বাসিন্দা। ধৃত মিঠু মোটা টাকার কাজের টোপ দিয়ে ওই দু'জনকে কলকাতায় নিয়ে এসেছিলেন বলে জানা যায়। তারাও খুনের ঘটনায় জড়িত বলে অনুমান পুলিশের।

পুলিশ সূত্রে খবর, ধৃত মিঠুকে জেরা করে তাঁর বড় ছেলে ভিকির দুই বন্ধুর নাম জানা যায়। বাপি মন্ডল নামে ঐ যুবক ডায়মন্ড হারবারের রামরামপুরের বাসিন্দা। তাঁর স্ত্রী বন্দনা পরিচারিকার কাজ করতেন। সেই সূত্র ধরে বন্দনার সঙ্গে মিঠুর পরিচয়। পুজোর আগে মিঠুই বাপিকে কলকাতায় মোটা টাকার কাজের টোপ দেয়। এরপর স্থানীয় মঞ্জিতা এলাকার বাসিন্দা জাহির গাজীকে নিয়ে কলকাতায় রওনা দিয়েছিল বাপি৷

তবে মিঠু গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বাপি ও জাহির দু'জনেই এলাকা ছেড়ে চম্পট দেয়। সুন্দরবন পুলিশ জেলার গোবর্ধনপুর উপকূল থানার বুড়োবুড়ির তটে বাপির দিদির বাড়িতে আত্মগোপন করেছিলেন তাঁরা। এরপর শুক্রবার ভোরে সুন্দরবন পুলিশের সহযোগীতায় দু'জনকে আটক করে কলকাতা পুলিশ। এদিনই তাঁদেরকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। তবে আটক হওয়া দু'জন খুনের ঘটনায় কি ভাবে জড়িত ছিল সে বিষয়ে এখনও স্পষ্ট কোন তথ্য জানায়নি পুলিশ। মিঠুর কথার সূত্র ধরে দুই বন্ধুকে আটক করলেও এখনও অধরা মূল অভিযুক্ত ভিকি।

Gariahat MurdersKolkata Police

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি