নির্ভয়া । এই শব্দটির সমার্থক হয়ে উঠেছে সেইসব নারীরা যাঁরা ধর্ষণের শিকার হচ্ছে । আর এই বিষয়বস্তু নিয়েই তৈরি হচ্ছে পরিচালক অংশুমান প্রত্যুষের পরবর্তী ছবি 'নির্ভয়া, সমাজের লক্ষ্মী' । কয়েকদিন আগেই এই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছিল । এবার মুক্তি পেল ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার ।
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকার । আইনজীবীর চরিত্রে দেখা যাবে গৌরবকে । এই ছবির গল্প আবর্তিত হয়েছে ১৩ বছরের নাবালিকাকে কেন্দ্র করে । গণধর্ষণের শিকার হয় সে । অন্তঃসত্তা হয়ে পড়ে মেয়েটি । এরপরেই শুরু হয় তাঁর লড়াই । প্রতিনিয়ত আইনের সঙ্গে লড়াই চলে নাবালিকার । তাঁর এই লড়াইয়ের কাহিনি ছবির মূল উপজীব্য । গল্পে রয়েছে উন্নাওকাণ্ডের ছায়া ।
ছবির কনসেপ্টের আভাস পাওয়া গিয়েছিল পোস্টার দেখেই । পোস্টার জুড়ে ছিল এক নাবালিকার মুখ । তাঁর চোখের জলে একটি শিশুর ভ্রণ । এই পোস্টার রীতিমতো সাড়া জাগিয়েছিল দর্শকদের মনে ।
এই ছবির মধ্যে দিয়ে রূপোলি পর্দায় পা রাখছেন পটলকুমার গানওয়ালা ধারাবাহিকের হিয়া দে । এছাড়া, অভিনয় করছেন, সব্যসাচী চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র ।