দশ বা একশো কোটি নয়, কয়েক মিনিটে ৪৬,৩৯৯ কোটি টাকা খোয়ালেন গৌতম আদানি। তার জেরে বিশ্বে ধনীদের তালিকায় নীচে নেমে গেলেন তিনি। ‘লাইভ হিন্দুস্তান’-এর একটি প্রতিবেদনে একথা জানানো হয়েছে। সংবাদসংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, চলতি সপ্তাহে বুধবার পর্যন্ত বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় থাকা শিল্পপতি বা উদ্যোগপতিদের তুলনায় সম্পত্তি কমেছে ৫৮ বছরের ব্যবসায়ীর। ব্লুমবার্গের সূচক অনুযায়ী বাজার বন্ধের সময় আদানির ব্যক্তিগত সম্পত্তি নয় বিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে ৬৭.৬ বিলিয়ন ডলার। অথচ দিনকয়েক আগেই এশিয়ার ধনীতম ব্যক্তি হিসেবে মুকেশ আম্বানির রীতিমতো টক্কর দিচ্ছিলেন তিনি।