দিল্লির বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে(Gautam Gambhir) খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ইসলামিক স্টেট(Islamik State) জঙ্গি সংগঠনের কাশ্মীর শাখার বিরুদ্ধে। ইতিমধ্যেই গৌতম(Gautam Gambhir) থানায় অভিযোগ দায়ের করেছেন। দিল্লির বিজেপি সাংসদের অভিযোগ, ই-মেলে তাঁকে এবং তাঁর গোটা পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে।
আরও পড়ুন- Cryptocurrency Bill: শীতকালীন অধিবেশনেই পেশ হতে পারে ক্রিপ্টোকারেন্সি বিল
হুমকি ই-মেল আসার পরেই গম্ভীরের রাজেন্দ্রনগরের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও ২০১৯ সালে হুমকি মেল পান গৌতম গম্ভীর(Gautam Gambhir)। সেই সময় একটি আন্তর্জাতিক নম্বর থেকে হুমকি ফোন এসেছিল এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের কাছে।