অনেকটাই দাম কমল সোনা (Gold) ও রুপোর (Silver)। বিয়ের মরশুমে কিছুটা হলেও স্বস্তি পেল দেশের মধ্যবিত্তরা। মঙ্গলবার নয়াদিল্লিতে ১০ গ্রাম সোনার দাম (Gold Price) ৮১০ টাকা কমে বর্তমান বাজারদর দাঁড়াল ৪৬,৮৯৬ টাকা। রাজধানীতে ১৫৪৮ টাকা দাম কমল রুপোরও।
এর আগে পাওয়া রিপোর্ট অনুযায়ী, ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৭,৭০৬ টাকা। একধাক্কায় সোনার দাম কমায় খুশি দেশের মধ্যবিত্ত নাগরিক। বিয়ের মরশুমে গয়না বানানো নিয়ে অনেকটাই চাপ কমল। রুপোর দামও (Silver Price) একধাক্কায় ১৫৪৮ টাকা কমেছে। মঙ্গলবার ১০ গ্রাম রুপোর দাম দাঁড়াল ৬২,৭২০ টাকা।
আন্তর্জাতিক বাজারেও দাম কমেছে সোনা ও রুপোর।