উৎসবের মরশুম একদম দোরগেড়ায়। এখনও শেষ হয়নি শপিং। তার আগে বড়সড় স্বস্তি দিল সোনার দাম (Gold Prices)।
বুধবার সোনার দামে ফের পতন ! এমসিএক্সে সোনার (Gold price at MCX) দাম ০.৩৫ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ৪৬,৬০০ টাকা হয়েছে।
রুপোর দাম ০.৬ শতাংশ কমে প্রতি কিলোগ্রামে ৬০,৬২৩ টাকা হয়েছে ৷ গত বছর তুলনায় ৮০০০ টাকা কমেছে সোনার দাম।
Durga Puja: সোনার মাস্কের পর সোনার শাড়ি! তাক লাগানো জাঁকজমক এই পুজোয়
কেনাকাটির মরশুমে বিপুল ছাড়ও দিচ্ছে বিভিন্ন সংস্থা। কেউ দিচ্ছেন ২৫ শতাংশ ক্যাশব্যাকের অফার, কেউ আবার সহজ ইএমআই-এর সুযোগ।