এবার দুষ্কৃতি হামলায় তটস্থ ভাটপাড়ার মাদ্রাল এলাকা। সোমবার রাতের এই ঘটনায় মাদ্রাল নেতাজী মোড়ে আহত হয়েছেন দুই যুবক। স্থানীয় সূত্রে খবর, নেতাজী মোড়ে একটি ফাস্টফুডের দোকানে চাউমিন খাচ্ছিলেন দুই যুবক রাজা দাস ও নারায়ণ সরকার। স্থানীয়দের অভিযোগ, ঐ সময় বাইকে চেপে ১৭-১৮ জনের একটি দল অতর্কিতে দুজনের ওপর হামলা চালায়। পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করে। এরপর শূন্যে দুই রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ।
বাইটঃ শ্যামল দাস, স্থানীয় বাসিন্দা
যদিও আক্রান্তদের দাবি, তাঁরা কাউকে চেনেন না। কি কারণে এই হামলা, তাও তাঁরা নিশ্চিত নন। তবে জানা গেছে, দুর্গাপুজোর বিসর্জনের দিন এই গন্ডগোলের সূত্রপাত। সেই পুরোনো শত্রুতার জেরেই এই হামলা বলে জানিয়েছেন স্থানীয়রা।