জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস বাড়ছে বাসমালিকদের। ভাড়া বাড়ানোর দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই আবেদন করছে সংগঠনগুলো। এবার বিকল্প পথে সমাধান করতে বৈঠক করবে রাজ্য। সিএনজি বা কমপ্রেস ন্যাচারাল গ্যাস ব্যবহার শুরু করার বিষয়ে ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার।
বাস ভাড়া বাড়ানো ও বিকল্প সমাধান নিয়ে কালীপুজোর পরেই বাস সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। এই বৈঠকে সিএনজি নিয়ে আলোচনা হতে পারে। জানা গিয়েছে বাসমালিকদের দু ধরনের বিকল্প দেওয়া হচ্ছে। ডুয়েল ফুয়েল ইঞ্জিন ও ডেডিকেটেড সিএনজি ইঞ্জিন। ডুয়েল ফুয়েলের মাধ্যমে জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস- দুটোই ব্যবহার করা যাবে। আর অন্যটি শুধুমাত্র সিএনজি ইঞ্জিন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সিএনজি ইঞ্জিনের পক্ষেই বাসমালিক সংগঠন। কিন্তু প্রত্যেক বাসে এই ইঞ্জিন লাগাতে দুই থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত খরচ হবে। রাজ্যের কাছেই এর ভর্তুকি চাইছে বাসমালিক সংগঠন। এই নিয়ে আলোচনা করতেই বৈঠকে বসবে রাজ্য ও বাস মালিক সংগঠন।