বিএসএফ (BSF) ও রাজ্য পুলিশের (State Police) মধ্যে সমন্বয় রক্ষা করাই উদ্দেশ্য। শনিবার রাজভবনে রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) ও স্বরাষ্ট্রসচিবের (Home Secretary) সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এক ঘণ্টা ধরে তাঁদের বৈঠক চলে।
শনিবার বিকেল ৪টে ৫০ নাগাদ রাজভবনে রাজ্যপালের (Governor) সঙ্গে দেখা করতে যান রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা। রাজ্য পুলিশের সঙ্গে বিএসএফের সুষ্ঠু সমন্বয় রক্ষা করতে দুই সচিবকে নির্দেশ দেন রাজ্যপাল। বৈঠকের পর তিনি টুইট করে জানান, বিএসএফ (BSF) ছাড়াও আরও অনেক বিষয় নিয়ে তাঁদের আলোচনা হয়েছে।
বিএসএফ নিয়ে সম্প্রতি উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। বিএসএফের পরিসর বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি জারির পর আপত্তি জানায় পশ্চিমবঙ্গ সরকার। প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান রাজ্যের মুখ্যমন্ত্রী। সম্প্রতি দিনাজপুরের প্রশাসনিক বৈঠকে BSF নিয়ে ফের সরব হন মুখ্যমন্ত্রী। তারপরই টুইট করে ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান তিনি। এরপরই রাজভবনে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে তলব করেন রাজ্যপাল।