নতুন আর্থিক বছরে বিলগ্নিকরণ থেকে প্রায় ১.৭৫ লক্ষ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্র। চলতি অর্থবর্ষে (২০২১-২২) বিলগ্নিকরণের লক্ষ্যমাত্রা ছিল ২.১ লক্ষ কোটি। সেই লক্ষ্যপূরণ করতে পারেনি কেন্দ্র। একটি ভার্চুয়াল কনফারেন্সে মুখ্য আর্থিক উপদেষ্টা বলেন, "বিপিসিএলের বেসরকারিকরণের মাধ্যমে প্রায় ৭৫ থেকে ৮০ হাজার কোটি বা তার বেশি পরিমাণ টাকা সরকারি কোষাগারে আসা সম্ভব। এছাড়া এলআইসি আইপিও থেকে অন্তত ১ লক্ষ কোটি টাকা আসবে।" কয়েকদিন আগেই লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে বিমা সংশোধনী বিল।