১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমহা রাও চালু করেন মিড ডে মিল প্রকল্প। এবার সেই প্রকল্পেরই নাম বদলে বুধবার ‘পিএম-পোষণ অভিযান’ শুরু করল মোদী সরকার। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত মোট ১১.২ লক্ষ স্কুলের পড়ুয়ারা এর সুবিধা পাবে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, পরবর্তী প্রজন্মের স্কুলপড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। পাঁচ বছরে এই প্রকল্পে ১.৩১ লক্ষ কোটি টাকা খরচ হবে।
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অভিযোগ, স্কুল পড়ুয়াদের মিড-ডে মিল প্রকল্পে নাম বদলে ‘পিএম পোষণ’ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতে কোনও নতুনত্ব নেই।