করোনা টিকার ডোজ নেওয়া সম্পূর্ণ হলে আর মাস্কের প্রয়োজন নেই। বৃহস্পতিবার রাতে টুইট করে আমেরিকাবাসীর উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টুইটে আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অর্থাৎ সিডিসি-র কথা উল্লেখ করে এই বার্তা দেন তিনি। লেখেন, "সিডিসি-র তরফে জানানো হয়েছে, যে সব ব্যক্তির সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছে তাঁদের মাস্ক পরার দরকার নেই। আমরা যে দ্রুত সব আমেরিকানদের টিকা দিতে সমর্থ হয়েছি, তারই ফল এটা। আমার মনে হয় এটা একটা বড় মাইলস্টোন।"
প্রসঙ্গত, বুধবার সিডিসি-র তরফে ঘোষণা করা হয়েছে যাঁরা করোনা টিকার ডোজ নেওয়া সম্পূর্ণ করেছেন তাঁদের বাড়ির ভিতরে বা বাইরে মাস্ক পরার দরকার নেই। তবে নয়া গাইডলাইনে বাস, বিমান ও হাসপাতালের মতো জনবহুল এলাকায় সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে সিডিসি।