গুলাব বা গোলাপ কাব্যে যতই রোম্যান্টিকতা বহন করুক, এখন বাস্তবের মাটিতে তা বিভীষিকারই নামান্তর। ঘূর্ণিঝড় গুলাব এখন ধীরে ধীরে অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে। রবিবার বিকালেই কলিঙ্গপত্তনামে ল্যান্ডফল। ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টা ৯০ কিলোমিটার। কলকাতায় সাইক্লোন গুলাব ঠিক কতটা প্রভাব ফেলবে, তথ্য দিয়ে জানাল হাওয়া অফিস। এই মুহূর্তে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর নিম্নচাপ ঘূর্ণিঝড় গুলাবে পরিণত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। কিন্তু শহর কলকাতা কি আরও একটা আম্ফান বা ইয়াসের সাক্ষী থাকতে চলেছে? কি বলছে হাওয়া অফিস?
বাইটঃ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, অধিকর্তা, আলিপুর আবহাওয়া দফতর (00:05-00:26)