করোনার কোপ পড়েছে বলিউড সেলিব্রিটিদের জীবিকাতেও। লকডাউনের জেরে সেভাবে কাজ না হওয়ায় অর্ধেক আয়কর বকেয়া বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের।বকেয়া করের টাকা আপাতত দিতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন দেশের সবথেকে বেশি কর দেওয়া অভিনেত্রী।অভিনেত্রী জানিয়েছে, ,এই প্রথম তারঁ জীবনে এমন ঘটনা ঘটল।কর দিতে না পারার জন্য সরকারকে যে ক্ষতিপূরণ দিতে হবে তা দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন কঙ্গনা।ফেসবুক পোস্টে কঙ্গনা লিখেছেন খুব কঠিন সময়ের মধ্যে দিয়েই চলতে হচ্ছে সবাইকে।কঙ্গনার নতুন সিনেমা থালাভি এখন মুক্তির অপেক্ষায়।