জাপানে হ্যালোইনের রাতে(Halloween Night) জোকার সেজে ছুরি নিয়ে হামলা চালালো এক ব্যক্তি । রবিবার জাপানের টোকিয়োর(Tokyo) একটি ট্রেনে ঘটনাটি ঘটে । এই ঘটনায় প্রায় ১৭ জন আহত হয়েছেন । সন্দেহভাজন ওই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে ।
রবিবার হ্যালোইনের রাত । জাপানের টোকিয়োর একটি ট্রেনে তখন ভিড় । অদ্ভুত রকমের সাজগোজ করে হ্যালোইন পার্টিতে যাচ্ছেন লোকজন । ট্রেনে রয়েছে আরও এক ব্যক্তি । পরনে ব্যাটমান সিরিজের জোকারের পোশাক । অদ্ভুত রকম সাজগোজ । সবাই ভেবেছিলেন হ্যালোইন পার্টিতে যাচ্ছেন ওই ব্যক্তি । কিন্তু, মুহূর্তের মধ্যে সেই ধারণা বদলে যায় । ছুরি নিয়ে একের পর এক মানুষের উপর হামলা চালায় ওই ব্যক্তি ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী ছুরিকাঘাত করার পর ট্রেনের চারপাশে তেলের মতো তরল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় । মুহূর্তের মধ্যেই হ্যালোইনের রাত আতঙ্কের রাতে পরিণত হয় ।
এই ঘটনার পরেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায় । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, আতঙ্কিত যাত্রীরা ট্রেনের একটি কামরায় ছোটাছুটি করছে । মুহূর্তের মধ্যে ওই কামরায় আগুন জ্বলে ওঠে । অন্য একটি ভিডিয়োতে দেখা গেছে, ট্রেন থামতেই যাত্রীরা আতঙ্কে জানলা দিয়ে বেরিয়ে আসছে । আতঙ্কে প্ল্যাটফর্মের দিকে ছুটছে ।