"মেরি আওয়াজ-হি প্যাহেচান হ্যায়...গড় ইয়াদ রহে..."
তাঁর স্বরই তাঁর পরিচয়। তিনি সুর সম্রাজী লতা মঙ্গেশকর। ভারতীয় সঙ্গীত জগতের নাইটেঙ্গেলের আজ ৯৩ তম জন্মদিন। যতদিন ভারতীয় সঙ্গীত থাকবেন, ততদিন লতা মঙ্গেশকর থেকে যাবেন সুরের আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে।
মারাঠি থিয়েটারের অন্যতম পুরোধা পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের মেয়ে লতার জন্ম ১৯২৯ সালে। সঙ্গীত এবং অভিনয়- দুই তাঁর রক্তে। ১৯৪২ সালে দীননাথ মঙ্গেশকরের অকাল মৃত্যুর পর রুজির টানেই মাত্র ১৩ বছর বয়সে বলিউডের দরজায় উপস্থিত হন লতা।
বাংলা, হিন্দি, মারাঠি সহ দেশের একাধিক ভাষায় কয়েক হাজার গান রেকর্ড করেছেন কিংবদন্তি শিল্পী। পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্নে ভূষিত হয়েছেন লতা। শিল্পীর জন্মদিনে গোটা দেশের মানুষ তাঁকে শুভেচ্ছা পাঠাচ্ছেন। লতার দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বোন আশা ভোঁসলেও।