টেলিভিশন, সিনেমা থেকে রিয়েলিটি শো । প্রতিটি ক্ষেত্রেই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন মডেল-অভিনেতা সিদ্ধার্থ শুক্লা(Sidharth Shukla) । কিন্তু, ৪০ বছর বয়সে তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা বলিউড । তাঁর আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেনি তাঁর অনুরাগীরা । রবিবার এই প্রয়াত অভিনেতার ৪১ তম জন্মদিন । বিশেষ দিনে ফিরে দেখা যাক অভিনেতার অসাধারণ কিছু কাজের ঝলক...
বালিকা বধূ
হিন্দি ধারাবাহিক 'বাবুল কা অঙ্গনা ছুটে না'(Babul ka Aangann Chootey Na)-র মধ্যে দিয়ে অভিনয় জীবন শুরু করেন সিদ্ধার্থ । তবে 'বালিকা বধূ'(Balika Vadhu) ছিল তাঁর অভিনয় জীবনের টার্নিং-পয়েন্ট । 'বালিকা বধূ' ধারাবাহিকে কালেক্টর শিবরাজ শেখরের ভূমিকায় অভিনয় করেন সিদ্ধার্থ । এই ধারাবাহিকে অসাধারণ পারফরম্যান্সের জন্য 'ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড'(Indian Television Academy) অনুষ্ঠানে 'মেল পারফর্মার অব দ্য ইয়ার'(Male Performer of the Year) পুরস্কার জিতে নেন তিনি ।
হাম্পটি শর্মা কি দুলহানিয়া
আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান অভিনীত 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া'(Humpty Sharma ki Dulhania) ছবি দিয়ে বলিউডে আবির্ভাব হয় সিদ্ধার্থ'র । তিনি একজন এনআরআই(NRI) ডাক্তারের ভূমিকায় করেন এই সিনেমায় । তাঁর চরিত্রের নাম ছিল অঙ্গদ বেদী । এই চরিত্রে অভিনয়ের জন্য ২০১৫ স্টারডাস্ট অ্যাওয়ার্ডস(Stardust Awards) "ব্রেক থ্রু সাপোর্টিং পারফরম্যান্স (পুরুষ)"(Breakthrough Supporting Performance) পুরস্কার জেতেন তিনি ।
দিল সে দিল তক
২০১৭ সালে 'দিল সে দিল তক'(Dil Se Dil Tak)-এ পার্থ ভানুশালী চরিত্রে হিন্দি ধারাবাহিকে কামব্যাক করেন সিদ্ধার্থ শুক্লা । এই ধারাবাহিকে রেশমি দেশাই ও জাসমিন ভাসিনের বিপরীতে অভিনয় করতে দেখা যায় তাঁকে । সিদ্ধার্থ শুক্লা এবং রেশমি দেশাইয়ের অনস্ক্রিন কেমিস্ট্রি ধারাবাহিকটিকে জনপ্রিয়তার শীর্ষে তোলে । তবে, বেশিদিন তাঁকে এই ধারাবাহিকে দেখা যায়নি । শোনা যায়, সহ-অভিনেতা এবং প্রযোজকদের সঙ্গে মতবিরোধের কারণে তিনি ধারাবাহিক থেকে বিদায় নেন ।
বিগবস ১৩
সিনেমা ও ধারাবাহিকের পর বিগবস ১৩(Big Boss 13)-এর মতো রিয়ালিটি শো-তে দেখা গিয়েছে সিদ্ধার্থকে । প্রথম সপ্তাহ থেকেই এই সিজনের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী ছিলেন সিদ্ধার্থ । সেই বছরের বিগবস-এর বিজয়ীও হন তিনি। বিগ বসে অংশগ্রহণের সুবাদে সিদ্ধার্থ'র সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অভিনেত্রী শেহনাজ গিলের । শোনা যায়, তাঁদের মধ্যে সম্পর্কও তৈরি হয়েছিল । বিগবস ১৩-এর পরে 'ঝলক দিখলা জা সিজন ৬'(Jhalak Dikhhla Jaa Season 6), 'খতরোঁ কে খিলাড়ি ৭'(Khatron Ke Khiladi 7)-এর মতো রিয়ালিটি শো-তেও অংশগ্রহণ করেন তিনি । অন্যদিকে, ইন্ডিয়াজ গট ট্যালেন্টে(India’s Got Talent) তাঁকে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় ।
ব্রোকেন বাট বিউটিফুল ৩
একতা কাপুরের 'ব্রোকেন বাট বিউটিফুল ৩'(Broken But Beautiful 3) ওয়েব সিরিজ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করেন সিদ্ধার্থ শুক্লা । এই ওয়েব সিরিজে থিয়েটার লেখক-পরিচালক অগস্ত্য রাও-এর ভূমিকায় অভিনয় করেন সিদ্ধার্থ । তবে সিরিজে সোনিয়া রাঠির সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি সমালোচকদের বেশ প্রশংসা অর্জন করে । 'ব্রোকেন বাট বিউটিফুল সিজন ৩' আইএমডিবি(IMDB) তালিকায় ৪০ তম স্থান অর্জন করে একটি বেঞ্চমার্ক তৈরি করেছে ।