২০২১ এর 'মিস ইউনিভার্স' (Miss Universe) খেতাব জিতে গোটা দেশকেই গর্বিত করেছেন চণ্ডীগড়ের হারনাজ সান্ধু (Harnaaz Sandhu)। তাঁর মাথায় যে 'মুকুট'টি উঠেছে, সেটির মূল্য এই দুনিয়ার সমস্ত সৌন্দর্য প্রতিযোগিতার ক্ষেত্রেই সর্বোচ্চ। মুকুটটির দাম প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭ কোটি টাকা।
এই মুকুটটি আসলে উচ্চাকাঙ্খা, বৈচিত্র্য, সমাজ এবং সৌন্দর্যের প্রতীক। এই মুকুটটি ১,৭২৫টি সাদা হীরে দিয়ে সজ্জিত। তার সঙ্গেই রয়েছে তিনটি স্বর্ণখচিত হীরেও। এই হীরেগুলি প্রকৃতি, শক্তি, সৌন্দর্য, নারীত্ব এবং সংহতির প্রতীক।
হারনাজের (Harnaaz Sandhu) আগে ২০১৯ সালে এই মুকুটটি পরেছিলেন মিস দক্ষিণ আফ্রিকা জোজিবিনি টুনজি এবং ২০২০ সালে পরেছিলেন মিস মেক্সিকো আন্দ্রিয়া মেজা।