ঘূর্ণিঝড়ে (Cyclone) সরাসরি প্রভাব না পড়লেও নিম্নচাপে ভাসবে রাজ্য। বঙ্গোপসাগরে (Bay Of Bengal) সোমবার তৈরি হবে নতুন ঘূর্ণাবর্ত। তার জেরে মঙ্গল ও বুধবার রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় সরে গেলেও তার প্রভাবে রবিবার বৃষ্টি হতে পারে রাজ্যে। তবে সোমবার থেকে বঙ্গোপসাগরে নতুন ঘূর্নাবর্ত তৈরি হচ্ছে। মঙ্গল ও বুধবার বাংলায় ভারী বৃষ্টি হবে। এর জেরে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভালো প্রভাব পড়বে। উপকূলবর্তী জেলাগুলোতে বাড়তি সতর্ক থাকার নির্দেশিকা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উপকূলের জেলায় ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা ও কলকাতা ও বাকি জেলায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড় গুলাবের আশঙ্কা করে জেলাশাসকদের নির্দেশিকা জারি করেছিল রাজ্য। তৈরি ছিল দুর্যোগ মোকাবিলা টিমও।