ঝড় ও ভারী বৃষ্টিতে দক্ষিণ ইতালিতে বিপর্যস্ত জনজীবন। চার এলাকায় অ্যালার্ট জারি করা হয়েছে। খারাপ আবহাওয়ার জন্য ইট্যালির সিসিলি অঞ্চলের দ্বীপে দুজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। বন্ধ এলাকার স্কুল, পার্ক ও কবরস্থান।
রবিবার থেকেই ইতালির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হয়ে চলেছে। সিসিলির ক্যাটানিয়া অঞ্চলে ভারী বৃষ্টিতে গাড়ি ভেসে গিয়ে এক দম্পতি নিখোঁজ হয়ে গিয়েছে। উদ্ধারকারী দল জানিয়েছে, মৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এখনও তাঁর স্ত্রীর খোঁজ চলছে।
ইতালির ট্রাপানি অঞ্চলে ভারী বর্ষণে একটি নদীর জলস্তর ছাপিয়ে যায়। জানা গিয়েছে, সেখানে চারজন আটকে পড়ে। উদ্ধারকারী দল এসে পরে তাঁদের উদ্ধার করেছে। পার্ক ও কবরস্থান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।