দুর্গাপুজোয় পুষ্পাঞ্জলি ও সিঁদুর খেলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। দুর্গাপুজোয় করোনা বিধি নিয়ে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পুষ্পাঞ্জলি ও সিঁদুর খেলার ছাড়পত্র দিয়েছে আদালত।
অনুমতি দিলেও পুষ্পাঞ্জলি ও সিঁদুর খেলায় কিছু বিধিনিষেধও লাগু করা হয়েছে। আদালতের নির্দেশিকায় বলা হয়েছে, বড় প্যান্ডেলের ক্ষেত্রে ৪০-৪৫ জন ও ছোট প্যান্ডেলের ক্ষেত্রে ১০-১৫ জন একসঙ্গে মণ্ডপে ঢুকতে পারবে। তবে মণ্ডপে ঢুকতে গেলে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক।
মহাষ্টমীর সকালে অঞ্জলি দেওয়ার জন্যও ভিড় হয় মণ্ডপগুলোতে। বিজয়া-দশমীতে সিঁদুর খেলা বাঙালির দুর্গাপুজোর ঐতিহ্য। মাকে বরণ করে মিষ্টি খাওয়ানোর প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। গতবার কোভিডের কোপে বন্ধ ছিল সব নিয়ম। এবার বিধি মেনেই অনুমতি দিল আদালত।