২০২১ সালের জুলাই মাস। রাজ্যে শুরু হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmi Bhandar Yojana)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি মতো রাজ্য সরকার ওই মাস থেকে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য এই প্রকল্প শুরু করে। লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই পাওয়া যায়।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্বন্ধে কিছু কথাঃ
পশ্চিমবঙ্গের মোট ১ কোটি ৬০ লক্ষ পরিবার এই প্রকল্প থেকে সুবিধা পাবেন। এই প্রকল্পটির মাধ্যমে সাধারণ জাতি (জেনারেল কাস্ট)-র মহিলারা প্রত্যেক মাসে ৫০০ টাকা করে পাবেন। অর্থাৎ, বছরে তাঁরা মোট ৬ হাজার টাকা পাবেন সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে। এছাড়া, তফশিলি জাতি ও উপজাতির শ্রেণির পরিবারের মহিলারা প্রত্যেক মাসে পাবেন ১০০০ টাকা। বছরে যে অঙ্কটি মোট দাঁড়ায় ১২ হাজার টাকা।
কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে?
১) অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) এরপর লক্ষ্মীর ভাণ্ডার লেখা অপশনটির উপর ক্লিক করুন (Lakshmi Bhandar Yojana)
৩) একটি নতুন পেজ খুলে যাবে।
৪) আবেদন করার ফর্মটা ডাউনলোড করে ফেলুন।
৫) আপনার সম্পর্কে যাবতীয় তথ্য লিখুন ডাউনলোডের পর প্রিন্ট নেওয়া ফর্মে।
৬) প্রয়োজনীয় নথিও জমা করুন।
৭) তারপর সংশ্লিষ্ট দফতরে গিয়ে ফর্ম জমা করে আসুন।
জেনে নিন ঠিক কীভাবে অনলাইনে আবেদন করবেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য?
১) অফিসিয়াল ওয়েবসাইটে যান
২) আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিন
৩) ওটিপি-র জন্য Generate OTP অপশনের উপর ক্লিক করুন
৪) মোবাইল নম্বরে ওটিপি এসে যাবে।
৫) এরপর ওটিপি টাইপ করুন।
৬) এরপর ক্লিক করতে হবে Login বাটনে
৭) তারপর আসবে Apply Online অপশন। সেখানে ক্লিক করলেই
অনলাইন ফর্মটি খুলে যাবে।
৮) সমস্ত তথ্য দিন।
৯) ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য এবং অন্যান্য
গুরুত্বপূর্ণ নথি (documents) অনলাইনেই আপলোড করা যাবে।
যে নথিগুলি লাগবেঃ
আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, বয়সের প্রমাণপত্র, আবাসিক শংসাপত্র, ব্যাংকের পাসবই, মোবাইল নম্বর