এক ছাতার তলায় মোদী-মমতা। সঙ্গে সংযুক্ত মোর্চার বিমান-অধীর-আব্বাসরাও। দিনটা পয়লা এপ্রিল হলেও এমন ঘটনা সত্যি ঘটেছে। পায়ের চোটের কারণে মমতা ছিলেন হুইল চেয়ারেই। তবে ভোটের আগে এমন ছবি ভাবা যায়? প্রচারে বেরিয়ে কি তবে দেখা হয়ে গেল রাজনীতির রথী মহারথীদের? সেরে নিলেন সৌজন্য বিনিময়? নাহ, বাংলায় এখন ভোটের হাওয়া গরম। তাই মেজাজ না হলেও অন্তত মুখ মিষ্টি করার কথা ভেবেছে মা গন্ধেশ্বরী সুইটস।
হাওড়ার খুরুটের নেতাজী সুভাষ রোডের প্রসিদ্ধ মিষ্টির দোকানে পৌঁছে গেলেই এই অভিনব দৃশ্যের সাক্ষী হতে পারেন আপনিও। প্রায় ১৫ কেজি ক্ষীর দিয়ে তৈরি রাজনৈতিক নেতা নেত্রীদের মূর্তি দেখতে আপাতত দোকানে উপচে পড়ছে ভিড়।