কলকাতা থেকে রাজধানী দিল্লি, দেড় হাজার কিলোমিটারের পথ অতিক্রম করা যাবে মাত্র ২ ঘণ্টায়! ভারতে শিগগির আসতে চলেছে হাইপারলুপ ট্রেন (Hyperloop Train)। রেল পরিবহন ব্যবস্থায় বিশ্বের সবচেয়ে দ্রুতগতির মাধ্যম এটি। সোমবার এই অত্যাধুনিক প্রযুক্তির ভারতে পদার্পনের বিষয়ে বড় সিদ্ধান্ত জানিয়েছে নীতি আয়োগ (NITI Aayog)।
সাতদিন ব্যাহত হবে টিকিট পরিষেবা, ৬ ঘণ্টা করে বন্ধ থাকবে রেলের সার্ভার
নীতি আয়োগের সদস্য ভিকে সরস্বত জানান, ভারতের নিজস্ব হাইপারলুপ টেকনোলজি আনার যথেষ্ট পরিকাঠামো রয়েছে। যদিও সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তা গড়ার কাজ যথেষ্ট সময়সাপেক্ষ। বিদেশি সংস্থাগুলোকে সেই কাজে নিয়োগের ব্যাপারে উৎসাহ দেখিয়েছে নিতি আয়োগ। তিনি আরও জানান, ভারতে এই প্রযুক্তির ব্যবসায়িক সম্ভাবনা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে খতিয়ে দেখা হবে হাইপারলুপ টেকনোলজিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও।