কোভিডের (Covid 19) নয়া প্রজাতি ওমিক্রন (Omicron) নিয়ে উদ্বেগ ছিল। তার মাঝেই ভারতের সফর নিয়ে নতুন সূচি ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা (South Africa) ক্রিকেট বোর্ড। সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত।
আগামী বছর ৩ জানুয়ারি জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। ১১ জানুয়ারি কেপ টাউনে তৃতীয় টেস্ট খেলবে ভারত। এই সিরিজে কোনও টি২০ ম্যাচ হবে না। তিনটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে টিম ইন্ডিয়া। বোলান্ড পার্ক ও পার্লে প্রথম দুটি ওয়ানডে হবে। ২৩ জানুয়ারি শেষ ওয়ানডে ম্যাচ হবে কেপ টাউনে। সেখানেই শেষ হবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর।
প্রথম দুটি টেস্ট ভারতীয় সময় দুপুর ১.৩০ মিনিটে শুরু হবে। শেষ টেস্ট ও ওয়ানডে গুলো শুরু হবে ভারতীয় সময় দুপুর দুটো থেকে। স্টার স্পোর্টস, ডিজনি হটস্টার ও দূরদর্শনে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে।