এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Champions Trophy) চির প্রতিপক্ষ পাকিস্তানকে (Pakistan) ৪-৩ গোলে হারাল ভারত। বুধবার বাংলাদেশের ঢাকায় মুখোমুখি হয় ভারত-পাকিস্তান (India-Pakistan)। এই ম্যাচ জিতে টুর্নামেন্টে তৃতীয় স্থান ও ব্রোঞ্জ পদক (Bronze Medal) নিশ্চিত করল ভারত।
ম্যাচের প্রথম কোয়ার্টারে লিড নেয় টিম ইন্ডিয়া। প্রথমার্ধের শেষে গোল শোধ করে পাকিস্তান। দ্বিতীয়ার্ধের শুরুতে ভালো পারফরম্যান্স করে তারা। এগিয়ে যায় ২-১ গোলে। কিন্তু ফাইনাল কোয়ার্টারে পরপর গোল করে ম্যাচ ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: হকি দলের ঐতিহাসিক সাফল্য, অভিনন্দন জানালেন মমতা
এবার প্রথম এই টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জিতল ভারত। এর আগে তিনবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া।