দীর্ঘদিন পরে চাঁদে আবার মহাকাশযান পাঠাতে চলেছে নাসা। এই প্রকল্পে বড় দায়িত্বে রয়েছেন একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা ইঞ্জিনিয়ার। তাঁর নাম সুবাসিনী আইয়ার। জন্ম কোয়েম্বাটুরে। ২০১৯ সাল থেকে নাসার এই প্রকল্পে কাজ করছেন তিনি।
একটি সংবাদ সংস্থাকে সুবাসিনী বলেছেন, ‘‘এই প্রজেক্টের প্রাথমিক স্তর থেকে শেষ পর্যন্ত নাসাকে যে কোনও ধরনের সাহায্য করা আমাদের দায়িত্ব।’’
২০২৪ সালের মধ্যে আর্টেমিস ৩ মিশনের মাধ্যমে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে নাসা। আর সেই প্রোগ্রামে বড় দায়িত্বে রয়েছেন সুবাসিনী।